অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ঘরে বসে বিজ্ঞান চর্চা ক্ষুদে বিজ্ঞানীদের কর্মশালা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২১ রাত ১০:২৭

remove_red_eye

৮৯৯


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ঘরে বসে বিজ্ঞান চর্চা’ এই শিরোনামে অনুষ্ঠিত হলো ক্ষুদে বিজ্ঞানীদের এক কর্মশালা। বুধবার ভোলা ক্ষুদে বিজ্ঞানী  সংসদের আয়োজনে  প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালায় ৩০ ক্ষুদে বিজ্ঞানীর পাশপাশি অভিভাবকরা স্বাস্থ্য বিধি মেনে অংশ নেন। করোনাকালীন পরিস্থিতিতে বিজ্ঞান চর্চা যেন স্তিমিত না হয়, একই সঙ্গে শিক্ষার্থীরা যেন মোবাইল ফোন আসক্ত না হয়, এই জন্যই প্রচারনার অংশ হিসেবে এমন কর্মশালার আয়োজন করে জেলার একমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞান ভিত্তিক সংগঠনটি। কর্মশালায় হাতে কলামে দেখানোর পাশাপাশি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে  ঘরে বসে কি ধরনের বিজ্ঞান যন্ত্র তৈরী করা যায়, তার উপরও প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় সংগঠনের সভাপতি অমিতাভ রায় অপু’র সভাপতিত্বে ছিলেন প্রধান অতিথি প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রধান আলোচক বাংলাবাজার ফাতেমা খানম কলেজ অধ্যক্ষ গনিতবিদ সুশান্ত কামার মন্ডল, প্রশিক্ষক কলেজ শিক্ষক রসায়নবিদ  মোঃ আলমগীর হোসেন, সংগঠনের সহসভাপতি মাহাবুব মোর্শেদ বাবুল,  প্রধান শিক্ষক নাহিদ মোর্শেদা, শিশু সংগঠক আদিল হোসেন তপু, অভিভাবকদের মধ্যে কবি নিহার মোশারফ , সংগঠনের যুগ্ম সদস্য সচিব কলেজ শিক্ষক বিপ্লব পাল কানাই ,  কলেজ শিক্ষক রেহানা ফেরদৌস, কলেজ শিক্ষক খালেদ মোশারফ , পুরস্কারপ্রাপ্ত ক্ষুদে বিজ্ঞানী সৌরভ গাঙ্গুলী । উপস্থিত থাকার পাশপাশি আয়োজনে সন্তোষ প্রকাশ করেন,  অভিভাবকদের মধ্যে ভোলা প্রেসক্লাব সহসভাপতি জুন্নু রায়হান,  সাংবাদিক নাসির লিটন, এডভোকেট সাহাদাত হোসেন শাহীন, বাসস স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না , সাংবাদিক মেজবাহউদ্দিন শিপু,  তৌয়বুর রহমান , সাংবাদিক অচিন্ত্য মজৃুমদার, পুস্পেন্দু মজুমদার , জসিমরানা , কান্তি লাল গাঙ্গুলী , উত্তম ঘোষ , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক হাসিব রহমান, ওই সংগঠনের যুগ্ম আহŸায়ক মোঃ কামরুল ইসলাম । এরা  বিভিন্ন ইস্যু ও প্রজেক্ট তৈরীতে বক্তব্য উপস্থাপন করেন। করোনাকালীন সময়ে মোবাইল ফোন আসক্ত থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে ঘরে বসে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে  এই কর্মশালার আয়োজনকে সার্থক বলে উল্লেখ করেন অভিভাবকরা।





আরও...