অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চাঁদপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান কিরণকে চর মোজাম্মেলে সংবর্ধনা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুন ২০২১ রাত ১১:১১

remove_red_eye

৫৯৬

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরণ বিপুল ভোটে বিজয়ের পরদুর্গম চর মোজাম্মলের সাধারণ কৃষকের সাথে দেখা করতে যান। ভোটের ৫দিন পরই চরের অবহেলিত মানুষ নব-নির্বাচিত চেয়ারম্যানকে পেয়ে আনন্দে আত্মহারা। শনিবার (২৬জুন) সকালে চরমোজাম্মেল সাধারণ মানুষ নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেন। চরমোজাম্মেলের শাওন বাজার, মুক্তিযোদ্ধা বাজার ও দুলাল বাজারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় দুর্গম চরের বাহিনীর শাসনে অতিষ্ঠ কৃষকের নিরাপত্তা ও আইনের শাসনের নিশ্চয়তা প্রদানের দাবী জানান চরবাসী। বক্তৃতাকালে নব-নির্বাচিত চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরণ বলেন, এমপি নুরন্নবী চৌধুরীর স্বদিচ্ছা থাকার কারনেই আপনার ভোটের মাধ্যমে পছন্দমত জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছেন। এমপি মহোদয়ের মাধ্যমে চাঁদপুরকে মডেল ইউনিয়নে রুপান্তর করবো। যেখানে মাদক, ইভটিজিং, নির্যাতন, চোর-ডাকাত ও দুর্ণীতিবাজসহ কোন অপরাধীর স্থান হবেনা। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল হাসেম মহাজন, চরমোজাম্মেল ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, চাঁদপুর ৭নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুর হাফেজ, চর পরিচালনাকারী অজিউল্লাহ ফরাজী প্রমূখ।