আজ শুক্রবার (২৫ জুন) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছেন তারা।
মানববন্ধনে বক্তারা দাবি করেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার অঙ্গিকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারে ছিলো। কিন্তু সরকার নির্বাচনী অঙ্গিকার থেকে সরে গেছে বলে তারা দাবি করেন। এছাড়াও আগামী ৮ই জুলাই শাহবাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে লংমার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। ২৮শে জুন থেকে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি করারও ঘোষণা দিয়েছে। সূত্র : ডিবিসি
