অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় নানা আয়োজনে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

৮৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলায় র‌্যালি, আলোচনাসহ নানা আয়োজনে সোমবার এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, পিডিআই’র নির্বাহী পরিচালক মোঃ হারুন অর রশিদ, সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক আবু জাফর, দিশারী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন, এসএমও’র নির্বাহী পরিচালক মোঃ ছালাউদ্দিন আহম্মেদ, গ্রামীণ জন শক্তির নির্বাহী পরিচালক কামরুল হাসান । এ ছাড়া অংশ নেন সোস্যাল ইউনিটি ফর নেইভারহুড ( সান), প্রাণ, সেইভ দ্যা পিপল, দ্বীপ উন্নয়ন সোস্যাইটি ( ডাস), উন্নয়ন কর্মসূচিসহ ৯টি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও স্টাফরা। দেশে এক হাজার একশ ২০টিঁ সংস্থা কাজ করছে। এসব সব প্রতিষ্ঠান ৩০টি কর্মকান্ড পরিচালনা করছে। সকারের সহযোগিতায় সংস্থাগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে ১৩৭ দশমিক শূণ্য এক কোটি টাকা। আর্থ সমাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে এই সব সংস্থা কাজ করছে বলেও জানান আয়োজকরা।