অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুন ২০২১ রাত ১০:২৫

remove_red_eye

৪৫৯

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদার। এ সময় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন জেলা তথ্য কর্মকর্তা মো: নুরুল আমিন, সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, আবাসিক চিকিৎসা কর্মকর্তা পিয়াস কান্তি সাহা, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার। সেখানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, প্রকৌশলী মনজুর আলম, হামিদুর রহমান টিপু। কর্মশালায় বক্তারা জন্ম নিবন্ধন, বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, করোনাভাইরাস ও মশাবাহিত রোগ প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও পরিবেশ সুরক্ষায় করণীয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।