অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:৩৯

remove_red_eye

১০৪৪

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় উপজেলা ক্রীড়া পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করা হয়।

শনিবার বিকেল ৪ টায় হাজিরহাট মডেল সরকারি স্কুল মাঠে ওই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সম্পাদক এ.কে.এম শাহজাহান মিয়া, অফিসার ইনচার্জ (ওসি) ফোরকান আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ, বিআরডিবি চেয়ারম্যান নিজাম উদ্দিন মিয়া, হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার চারটি ইউনিয়নের চারটি দল অংশগ্রহন করে। উদ্বোধনী খেলায় হাজিরহাট ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় একমাত্র গোলটি করেন হাজিরহাট ইউনিয়ন একাদশের স্ট্রাইকার মনির।