অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ১২ ইউপির ৯টিতে আ’লীগ ৩টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুন ২০২১ রাত ০১:০৩

remove_red_eye

১৪৪৮

 

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে  চরফ্যাসন উপজেলার ৫টি এবং বোরহানউদ্দিন উপজেলার ১টি নিয়ে মোট ৬টি ইউনিয়নে বিনা প্রতিদ্ব›দ্বীতায় আওয়ামী লীগের প্রার্থীগণ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপর দিকে তজুমদ্দিন উপজেলার ৩টির মধ্যে ২টিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও ১টিতে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী এবং মনপুরা উপজেলার ২টির মধ্যে ১টিতে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও ১টিতে আওয়ামীলীগের প্রার্থী , বোরহানউদ্দিন উপজেলায় ১টিতে আওয়ামীলীগের প্রার্থী চেয়াম্যান পদে নির্বাচিত হয়েছেন। 

বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী জানায়, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু তাহের (নৌকা) ৫ হাজার ৬২৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রতিদ্ব›দ্বী রিয়াদ হোসেন হান্নান (আনারস) পেয়েছেন ১ হাজার ৪৬৫ ভোট। চাঁদপুর ইউনিয়নে আওয়ামীলীগের  বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী একেএম শহিদুল্যাহ কিরন (অটোরিক্সা) ১১ হাজার ৬৯২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগের  প্রার্থী ফখরুল আলম (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৮৮৭। এছাড়া শম্ভুপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রাসেল (মোটরসাইকেল) ৬ হাজার ৯৯৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রতিদ্ব›দ্বী মোঃ মুঈনুদ্দিন (আনারস) পেয়েছেন ৬ হাজার ১৬১ ভোট। 

মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) মোঃ নিজাম উদ্দিন পেয়েছেন ৭ হাজার ৩০২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক (নৌকা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৩৯২ ভোট। এছাড়া দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অলি উল্ল্যাহ কাজল (নৌকা প্রতীক) পেয়েছেন ৮ হাজার ৮২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৩১৩ ভোট।

বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো: মহিবুল্ল্যাহ মৃধা (নৌকা প্রতীক) ৭ হাজার ১৯০ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৯০৪ ভোট।

অপর দিকে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে মোঃ আঃ হাই, চরকলমী ইউনিয়নে কাউসার হোসেন মাস্টার, এওয়াজপুর ইউনিয়নে মাহবুবুর রহমান খোকন, জাহানপুর ইউনিয়নে নাজিম হোসেন হাওলাদার এবং হাজারিগঞ্জ ইউনিয়নে মো: সেলিম হাওলাদার বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে বিনা প্রতিদ্ব›িদ্বতায় মো: রিয়াজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।