অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার তজুমদ্দিনের চাচড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুন ২০২১ বিকাল ০৪:৪৯

remove_red_eye

৬২৮

 

 

বাংলার কণ্ঠ প্রতিদেক :  ভোলার তজুমদ্দিন উপজেলার  চাচড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী  রিয়াদ হোসেন হান্নান ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার, অনিয়ম, কর্মী সমর্থকদের মারধরসহ নানা অভিযোগে এনে তিনি ভোট বর্জন করেছেন।

আজ সোমবার (২১ জুন) দুপুরে তিনি নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন। 

তিনি অভিযোগ করেন, নির্বাচন শুরু হওয়ার সাথে তার আনারস প্রতিকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় প্রতিপক্ষ প্রার্থী নৌকার কর্মীরা। যেসব কেন্দ্রে এজেন্ট ছিলো তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এছাড়াও নির্বাচনের শুরুর আগে বহিরাগত লোকদের দিয়ে তার সমর্থকদের ১৫০ টি ঘর ভাংচুর এবং হামলা চালায়। এতে ১০০ কর্মী আহত হয়েছে। ভোটের পরিবেশ না থাকা এবং নানা অনিয়ম হওয়ায় ভোট থেকে সরে গিয়েছি। বিষয়টি প্রশাসন এবং নির্বাচন কমিশনকেও লিখিত ভাবে জানিয়েছি। এ সময় তিনি  ভোট বর্জন করে পুনরায় ভোটের দাবী জানান।