অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে অনির্বাণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা, পরিচালক গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:২৮

remove_red_eye

৫২৫

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে অনির্বাণ ক্যাডেট স্কুল এÐ কলেজের শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানীর চেষ্টায় সুষ্পষ্ট অভিযোগে সংশ্লিষ্ট স্কুলের পরিচালক অসিত কুমার জয়ধরলুককে গতকাল রবিবার বিকালে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার অনির্বানে সান্ধ্যকালিন ক্লাশ শেষে শিক্ষক মোতালেব সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) কে জোড় পূর্বক শ্লিলতাহানীর চেষ্টা চালায়। ভিকটিমের ডাকচিৎকারে পথচারিরা এগিয়ে আসলে অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যায়। লম্পট শিক্ষকের বিষয়টি তার বাবা মাকে জানালে রবিবার অনির্বানের পরিচালক অসিত কুমার জয়ধরলুককে ছাত্রীর অভিভাবক অবহিত করে। অভিযুক্ত শিক্ষক মোতালেবের বিরুদ্ধে পরিচালক অসিত কুমার জয়ধরলুক কোন ব্যবস্থা গ্রহন না করে অভিযুক্ত শিক্ষককের স্বপক্ষে অবস্থান নিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ রয়েছে।
চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফিন বলেন ভিকটিমের বাবার অভিযোগে রোববার বিকেলে অনির্বানের পরিচালকে পুলিশ গ্রেফতার করে। থানায় শ্লিলতাহানীর চেষ্টা অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত শিক্ষক ও অনির্বানের পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। তাকে দ্রæত গ্রেফতারের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এই ঘটনায় জড়িত অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। সান্ধ্যকালিন স্কুল গুলোতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সচেতন অভিভাবকদের নজর রাখতে হবে। অভিযুক্ত প্রধান আসামিকে দ্রæত গ্রেফতারের নির্দেশ দেন।