অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় বেকার যুবকদের ১৪ দিনব্যাপী মোবাইল মেরামত প্রশিক্ষণ শুরু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জুন ২০২১ রাত ১১:২১

remove_red_eye

৫১২

হাসনাইন আহমেদ মুন্না : জেলার মনপুরা উপজেলায়  বেকার যুবকদের আয় বৃদ্ধিমূলক শিক্ষার অংশ হিসাবে ১৪ দিনব্যাপী মোবাইল মেরামত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হাজীর হাট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ও জাইকার সহযোগিতায় কর্মশালায় মোট ১০ জন বেকার যুবক অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: শামিম মিঞ্চা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, জাইকার উপজেলা স্বমন্বয়কারী সুশান্ত মজুমদার প্রমূখ বক্তব্য দেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকার ৫ টা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এর মাধ্যমে বেকার যুবকরা আত্বকর্মসংস্থানের সুজোগ পাবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দৈনিক ৩০০ টাকা ভাতা প্রদান করা হবে বলে জানান তিনি।