অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


মনপুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৪৬

remove_red_eye

৩৮২

মনপুরা প্রতিনিধি || মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয গোল্ডকাপ ফুটবল টুর্ণামের্ন্টে(অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় হাজির হাট ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ১নং মনপুরা ইউনিয়ন ফুটবল একদশ অংশ গ্রহন করেন। খেলার নির্ধারিত ৯০ মিনিটে হাজির হাট ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে ১নং মনপুরা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। ২-১ গোলের ব্যাবধানে চ্যাম্পিয়ন হয় হাজির হাট ইউনিয়ন ফুটবল একাদশ। রার্নার- আপ হয় মনপুরা ইউনিয়ন ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রার্নার-আপ দলের মধ্যে ট্রপি বিতরন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। এই সময় হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক,মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর,দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্যাহ কাজল,হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,বি আর ডিবি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন মিয়া,মেডিকল অফিসার ডা.মোঃ শফিকুল ইসলাম,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও হাজারো দর্শক উপস্থিত ছিলেন।