অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় ইয়াবাসহ নারী গ্রেফতার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুন ২০২১ রাত ১১:৪১

remove_red_eye

৯১১

মনপুরা প্রতিনিধি :  ভোলার মনপুরায় দুইশত পিচ ইয়াবা সহ এক নারীকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে মাদকনিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।

রবিবার বিকেল ৪ টায় ওসি আবদুল্লাহ আল মামুনের নের্তৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের তুলাতলী বাজার থেকে ইয়াবাসহ ওই নারীকে আটক করে।

আটককৃত নারী হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহে আলম এর স্ত্রী মোসাঃ আসমা আক্তার মিতু (৩৫)। মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরার ইউনিয়নের তুলাতলী বাজারে এস.আই মোঃ ইব্রাহীম হোসেন নয়ন, এস.আই শ্রীকান্ত ও নায়েক নীল কমলসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আসমা নামে এক নারীকে দুইশত পিচ্ ইয়াবাসহ আটক করে। আটককৃত নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।