অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় জেলেদের মাঝে গরুর বাচ্চা বিতরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুন ২০২১ রাত ১০:৫৯

remove_red_eye

৬৬৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা জেলার মনপুরা উপজেলায় জেলেদের মাঝে গরুর বাচ্চা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ২০২০-২১ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৯ জন মৎস্যজীবীর মাঝে এসব উপকরণ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার মো: আব্দুল গাফফার, উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো: লোকমান মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিসার মো: আব্দুল গাফফার জানান, নদী ও সাগরে নিষিদ্ধকালীন সময়ে জেলেরা যাতে মাছ ধরা থেকে বিরত থাকে তাই সরকার তাদের ভিন্ন কর্মসংস্থানের জন্য এসব বখনা গরুর বাচ্চা বিনামূল্যে দিয়েছে। এই প্রকল্পের আওতায় আরো একটি সেলাই মেশিন বিতরণ করা হবে।