সমাবেশ থেকে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে দুই বছরে চাকরির সার্কুলার উল্লেখযোগ্য হারে কমে গেছে। এই সময়ে চাকরিপ্রত্যাশীরা কোন পরীক্ষা দিতে পারেনি এবং নিয়োগও পাননি।
তাদের দাবি, এসময় বয়স ৩০ পেরিয়ে যাওয়ায় অনিশ্চয়তায় মুখে পড়েছে প্রায় দেড় লাখ শিক্ষার্থী। তাদের কথা চিন্তা করে করোনাকালীন দুই বছর প্রণোদনার পাশাপাশি সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর স্থায়ীকরণের দাবি জানান শিক্ষার্থীরা।
করোনা বিবেচনায় দুই বছর ব্যাকডেট দেওয়ার মাধ্যমে সব বয়সী চাকরিপ্রত্যাশীদের ক্ষতিপূরণ সম্ভব নয় বলেও জানান বক্তারা।