অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে জেলেদের মাঝে সুরক্ষা সামগ্রী ও ট্রলার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২১ রাত ১০:১৪

remove_red_eye

৫৩৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার দৌলতখান উপজেলায় প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য সুরক্ষ সামগ্রী বিতরণ ও ব্যবহার বিষয়ক ওরায়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দৌলতখানের দক্ষিন জয়নগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওরায়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক।
দক্ষিন জয়নগর ইউনিয়ন পরিষদের আয়োজনে লোকাল  গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেন্ট চেঞ্চ প্রকল্পের (ষড়মরপ) সহযোগীতায় অনুষ্ঠানে দক্ষিন জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ তারেক হাওলাদার, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খাঁন, দৌলতখান উপজেলা মৎস্য অফিসার  মাহফুজুর হাছনাইন। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ রমজান আলী ও ইউপি সদস্যগন। ওরায়েন্টেশন শেষে ১২০ জন  জেলেকে সুরক্ষা সামগ্রী  বিতরণ করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে লাইফজেকেট,লাইফবয়া,সোলার,ব্যাটারি,টর্স লাইট,রেডিও।