অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ই.শা ছাত্র আন্দোলনের মানববন্ধন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুন ২০২১ রাত ১০:০৬

remove_red_eye

৪৬১

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোল ১৩ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে। দুপুর বারটায় পৌর শহরের সেলিম চত্বরে উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মো: মোক্তার হোসেন মানববন্ধনে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইউসুফ হোসেন, মুজাহিদ কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারি, উপজেলা ই.শা ছাত্র আন্দোলনের সভাপতি মো: মোক্তার হোসেন, সম্পাদক হাফেজ মো: সোয়েব আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম আফনান প্রমুখ। মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে শিক্ষা মন্ত্রীর প্রতিশ্রæত ১৩ জুন কাওমী মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। তারা প্রধান মন্ত্রীর কাছে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে করোনাকালীন আর্থিক প্রনোদনা দেয়ার জোর দাবি জানান।