অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:২৪

remove_red_eye

৬৯০


বোরহানউদ্দিন প্রতিনিধি || ভোলা জেলা প্রশাসক মাছুদ আলম ছিদ্দিক এর নেতৃত্বে বুধবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) বোরহানউদ্দিন এ র‌্যালীর আয়োজন করেন। উপজেলা চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে পৌরবাজারের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
র‌্যালীতে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ম. এনামুল হক, বোরহানউদ্দিন থানা ওসি তদন্ত আঃ কাদের, সিপিপি বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র সহকারী পরিচালক মোঃ মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা জনাব ওমর ফারুক, সমাজ সেবা কর্মকর্তা জনাব বাহাউদ্দীন পারভেজ, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সাঃ সম্পাদক মোঃ বশির উল্লাহ, কাউন্সিলর সেলিম রেজা,বিশ্বজিৎ দে সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাব সহ সিপিপি বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিম লিডার বৃন্দ।
পরে জেলা প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন এবং স্থানীয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি দপ্তরপরিদর্শন করেন।