অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় কোর্টের সাবেক পেশকার প্রতারনা মামলায় গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:৫১

remove_red_eye

৭৭৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় মামলার রায় করিয়ে দেয়ার কথা বলে দুই লাখ টাকা নেয়ার অভিযোগে শুক্রবার রাতে আদালতের সাবেক এক পেশকারকে গ্রেফতার করেছে পুলিশ। ভোলা থানার ওসি ছগির মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, জমিজমা বিষয়ে আদালতে মোসলেউদ্দিনের একটি মামলা রয়েছে। ওই মামলার রায় মোসলেউদ্দিনের পক্ষে করিয়ে দেয়ার প্রলোভন দেখান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সাবেক পেশকার গোলাম রফিক। এমন প্রলোভন দেখিয়েই মোসলেউদ্দিনের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুবীর জানান, সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার মোসলেউদ্দিনের দায়ের করা মামলায় তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেন করা হয়।
উল্লেখ্য,আটক মোঃ গোলাম রফিক এর আগে মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এক মামলায় বিচারকের সাক্ষর জাল করে জামিন না হওয়া এক আসামীর জামিন দেখিয়ে পুলিশের কাছে রি-কল পাঠানোর অভিযোগে পেশকারের পদ থেকে চাকুরিচ্যুত হন। তবে আটকের পর রফিক সাংবাদিকদের জানান, তিনি নির্দোষ। তাকে ফাঁসাতে এক চক্র এমন মিথ্যা মামলা সাজিয়েছে। চাকুরিচ্যুত আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন বলেও জানান।