অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মে মাসে আইসিসির সেরা পারফরমার মনোনীত মুশফিক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুন ২০২১ রাত ০৮:৩৭

remove_red_eye

৬৩১

 

বাংলার কণ্ঠ ডেস্ক : বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার তো আগেই ছিল। গত জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে আইসিসি নতুন আরেকটি পুরস্কারের প্রচলণ করে। মাসের সেরা পারফরমারের পুরস্কার। মে মাসের সেরা পারফরমারের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহীম। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মোট তিনজন খেলোয়াড়কে মনোনয়ন দিয়েছে আইসিসি। এর মধ্যে একজন হলেন পাকিস্তানি পেসার হাসান আলি, দ্বিতীয়জন হলেন শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার প্রাভিন জয়াবিক্রমা এবং তৃতীয়জন হলেন বাংলাদেশের মুশফিকুর রহীম।