অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২১ রাত ১০:৩৮

remove_red_eye

৪৭০


 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে মোটরসাইকেলের চাপায় মো. আলী আকবার (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখানের আজিম উদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবার উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যজয়নগর গ্রামের মৃত ওসমান আলী বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দৌলতখান থানার আওতায় বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আলী আকবর বাড়ি থেকে বের হয়ে দৌলতখান আজিম উদ্দিন মহাসড়ক পারাপার হচ্ছিলো। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বশির আহাম্মেদ খাঁন জানান, পুলিশ নিহত আলী আকবারের সুরতাহল লিপিবদ্ধ করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর বিনা ময়নাতদন্তে লাশ নেওয়া জন্য আবেদন করেছে। জেলা প্রশাসক আনুমতি দিলে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে।