অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৩৭

remove_red_eye

৫৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশা ও জংশন এলাকায় একটি পরিত্যাক্ত গোডাউন ও একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮ লাখ মিটার কারেন্ট নতুন জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যারা। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন ঘাট ও পন্ডিতের বাজার থেকে এ জাল জব্দ করা হয় । তবে জালের মালিক মূল হোতাদের আটক করতে পারেনি কোষ্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিন জোনের অপারেশন অফিসার লে. ওয়াসিম আকন জাকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা মৎস্য বিভাগকে সাথে নিয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে এ জাল জব্দ করেছে। এদের মধ্যে জংশন ঘাটের পাশে একটি পরিত্যাক্ত গোডাউন থেকে ৩ লাখ মিটার ও পন্ডিতের হাট বাজারের ইয়ামিন হোসেনের হাজি স্টোর থেকে ৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।
তবে এর সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তিনি আরো জানান, জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা জয়। এছাড়াও তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।