অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় জোয়ারের পানিতে ভেসে আসা হরিণ শাবক দুটি অবমুক্ত


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৩১শে মে ২০২১ রাত ১০:৪৯

remove_red_eye

৫১৮

হাসনাইন আহমেদ মুন্না : জেলার মনপুরা উপজেলায় জোয়ারের পানিতে ভেসে আসা দুটি চিত্রল হরিণ শাবক অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালকিনি বিট এলাকার উত্তর পুরাতন কেওড়ার গহীণ অরণ্যে বন বিভাগের কর্মীরা হরিণ দুটি অবমুক্ত করেন। এর মধ্যে একটি পুরুষ হরিণ ৬ মাস বয়সের ৫ কেজি ওজনের। অন্যটি স্ত্রী হরিণ ৮ কেজি ওজনের এক বছর বয়সের।
বন বিভাগের ঢালচর রেঞ্জের কালকিনি বিট কর্মকর্তা এস এম আমির হামজা সকালে জানান, গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতি জোয়ারের ¯্রােতে চর নিজামের কেওড়া বাগান থেকে হরিণ দুটি ভেসে আসলে পার্শবর্তী কালকিনি বিট অফিসের কর্মীরা উদ্ধার করে। হরিণ শাবক দুটি উদ্ধারের সময় অসুস্থ্য ছিলো।
তিনি বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সুস্থ্য করে তুলি। আবহাওয়ার উন্নতি হলে আজ তাদের কেওড়ার বনে অবমুক্ত করা হলো। এসময় বন বিভাগের কর্মীরাসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।