অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসাদের নিয়ে পুলিশের মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

৮৩২

বাংলার কণ্ঠ প্রতিবেদক ||জেলায় আজ স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক সেবী ও ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম। জেলা পুলিশের আয়োজনে সভায় মাদক ছেড়ে আসাদের পূর্নবাসনে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এখানে প্রধান অতিথি বলেন, মাদক সেবী ও বিক্রেতাদের মানুষ সাধারণত ঘৃণা করে। তাদেরকে পুলিশের হাত থেকে বাচাঁর জন্য পালিয়ে বেড়াতে হতো। আজকে যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তারা এখন স্বাধীন জীবন যাপন করছে। খারাপ কাজ ছেড়ে ভালো হওয়ায় মানুষ এখন তাদের সম্মান করছে এবং সমাজে তাদের অবস্থান বদলেছে।
তিনি আরো বলেন, তাদের কল্যাণে সরকারিভাবে নব-উত্তোরণ সমবায় সমিতি নামে একটি সংঠন করা হয়েছে। এর মাধ্যমে যথাযথ প্রশিক্ষণ ও তাদের নগত অর্থ প্রদানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে সামাজিকভাবে পূর্নবাসন করার কাজ চলছে। পাশাপাশি লিগ্যাল এইডের মাধ্যমে তাদের মামলাগুলো বিনা খরচে দ্রæত নিস্পত্তির ব্যাপারেও কার্যক্রম এগুচ্ছে।
জেলা পুলিশ সূপার সরকার মো: কায়সারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন নব উত্তোরণ সমবায় সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সূপার মীর সাফিন মাহমুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সহকারী পুলিশ সূপার শেখ সাব্বিার হোসেন, রাসেলুর রহমানসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া স্বাভাবিক জীবনে ফিরে আসা ৮৬ জন মাদক সেবী ও বিক্রেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানে নতুন করে আরো ৫ জন মাদক বিক্রেতা স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে ডিআইজির হাতে ফুল দিয়ে আত্বসমর্পন করেন। এনিয়ে জেলায় মোট ১৮৮ জন পুলিশের কাছে সেচ্ছায় আত্বসমর্পন করেছেন।
উল্লেখ্য, ১৮৮ জন মাদক সেবী ও ব্যবসায়ী আত্বসমর্পনকারীদের মধ্যে ৪৩ জনকে ইতোমধ্যে গ্যাসের চুলা, রিক্সা, সেলাই মেশিন, নগত অর্থ ইত্যাদীর মাধ্যমে সমাজে পূর্নবাসিত করা হয়েছে। ৮৩ জনকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা সেবা দিয়ে সম্পূর্ণ সুস্থ্য করে তোলা হয়েছে। বাকিদেরও দ্রæত এর আওতায় আনা হবে।