অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


ভোলায় স্যাটেলাইট ক্লিনিকে ৮ মাসে বিনা মূল্যে চিকিৎসা পেলো অর্ধ লক্ষাধিক মানুষ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:৪২

remove_red_eye

১০৪৩

 

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার ৭ উপজেলায় চলতি বছরের গত ৮ মাসে ৫৫ হাজারেরও বেশি মানুষ স্যাটেলাইট ক্লিনিক থেকে বিনা মূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধিনে ১৮’শ ৩১টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে গর্ভকালীন সেবা, প্রসবোত্তর সেবা, পরিবার পরিকল্পনা সেবাসহ বিভিন্ন সেবা প্রদাণ করা হয়েছে। এতে করে পল্লী এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতাসহ চিকিৎসা সেবা সেবা নিশ্চিত করা হচ্ছে। আর ঘরের কাছে এমন সেবা পেয়ে খুশি গ্রামীণ মানুষ।
পবিার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, এসব সেবার মধ্যে গর্ভকালীন সেবা পেয়েছে ৬ হাজার ৬১১ জন নারী, প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছে ২ হাজার ৬৩৪ জন, শিশু রয়েছে ৭ হাজার ৯৪২জন, খাবার বড়ি পেয়েছে ১ হাজার ৫৮১ জন, কনডম পেয়েছে ৩৫৮ জন, ইনজেকশন দেওয়া হয়েছে ৪ হাজার ৫৪৬ জন, আইইউডি পেয়েছে ৬২ জন, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য সেবা পেয়েছে ৮ হাজার ৫৩ জন ও সাধারণ রোগী সেবা দেওয়া হয়েছে ২৩ হাজার ৯৯৫ জন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদুল হক আযাদ বলেন, প্রত্যেক ইউনিয়নে মাসে ৪টি করে স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম অনুষ্ঠিত হয়। গ্রামের বৃহৎ বাড়িগুলোতে অর্থাৎ যেসকল বাড়ি স্থানীয়ভাবে সবাই চেনেন এমন বাড়িতে সপ্তাহে ১ দিন এর কার্যক্রম চলে। এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে এই চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হয়।
তিনি আরো বলেন, এখানে আগত রোগীদের সাধারণ চিকিৎসা ও ঔষুধ সেবার পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত, পরিবার পরিকল্পনা, পুষ্টি ইত্যাদী নানান ধরনের সেবা দেওয়া হয়। একইসাথে তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে। ফলে মানুষের মধ্যে এই কার্যক্রমের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মাঠ পর্যায়ের পরিবার কল্যাণ পরিদর্শীকা আফিয়া আক্তার বলেন, যেই বাড়িতে ক্লিনিকের কার্যক্রম অনুষ্ঠিত হয় সেখানে আসার জন্য আগের দিন আমাদের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচারণা চালায়। এখানে বলা যায় সব ধরনের রোগীই আসেন। সাধারণ রোগী সেবার পাশাপাশি মা, শিশু ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতন করতে স্যাটেলাইট ক্লিনিকের গুরুত্ব অনেক বেশি বলে মনে করেন তিনি।
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কালুপুর এলাকার জলিল সিকদারের বাড়িতে স্যাটেলাইট ক্লিনিকে সেবা নিতে এসেছেন রহিমা বেগম ও সাহিদা বানু। তারা জানান, রহিমা ৫ মাসের ও সাহিদা ৭ মাসের গর্ভবতী। তাই তারা এসেছেন গর্ভকালীন সেবা নেয়ার জন্য। তারা দরিদ্র বলে সদরে গিয়ে চিকিৎসা গ্রহণ সম্ভব হয়না। কাছাকাছি হওয়ায় স্যাটেলাইট ক্লিনিকই তাদের একমাত্র ভরশা বলেন তারা।





মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

আরও...