অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহন পৌর নির্বাচনে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:৫০

remove_red_eye

৫৮৫

 

লালমোহন প্রতিনিধি : লালমোহন পৌরসভা নির্বাচনে ৩ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ছিল। এদিন ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহির উদ্দিন হাওলাদার ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া এবং মোঃ মজিবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করে নেন। ৭নং ওয়ার্ডে এখন ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। এরা হলো বর্তমান কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন, মোঃ সোহেল আহমেদ, মোঃ মিজানুর রহমান হাওলাদার ও মোঃ রাশেদুল ইসলাম। অন্যদিকে ২নং ওয়ার্ডে প্রতিদ্ব›িদ্বতা করবেন ৩ জন প্রার্থী। এরা হলেন বর্তমান কাউন্সিলর হেলাল উদ্দিন হাওলাদার, বজলুর রহমান ও আনিচল হক। এ ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া জহির উদ্দিন হাওলাদারের মনোনয়ন যাচাই-বাছাইকালে বাতিল করে জেলা রিটার্ণিং অফিসার। পরে তিনি আপিল করে আবার প্রার্থীতা ফিরে পান। সোমবার ২৩ সেপ্টেম্বর প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হবে।