অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় দূর্গা পুজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:৫২

remove_red_eye

৬২৫

জসিম রানা : ভোলায় আসন্ন দূর্গা পুজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে রবিবার দুপুরে ভোলা পুলিশ সুপারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে পূজামন্ডপের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোহাম্মদ শাফিন মাহমুদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, এসএম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠ’র সম্পাদক এম. হাবিবুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক বৃন্দ ।