অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় অতি জোয়ারের পানিতে ভেশে আসা দুটি হরিণ শাবক উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মে ২০২১ রাত ০৮:৩২

remove_red_eye

৬২০

বাংলার কন্ঠ প্রতিবেদক : জেলার মনপুরা উপজেলায় আজ অতি জোয়ারের পানিতে ভেশে আসা ২টি চিত্রল হরিণ শাবক উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর নিজামের কেওড়া বাগান থেকে পানির স্রোতে রাতে ভেশে আসলে পার্শবর্তী কালকিনি বিট অফিসের কর্মীরা হরিণ দুটি উদ্ধার করে। এর মধ্যে একটি পুরুষ হরিণ ৬ মাস বয়সের ৫ কেজি ওজনের। অন্যটি স্ত্রী হরিণ ৮ কেজি ওজনের এক বছর বয়সের।
ভোলা উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, মো: তৌফিকুল ইসলাম জানান, হরিণ শাবক দুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে তারা আশংকা মুক্ত অবস্থায় আছে। প্রকৃতি শান্ত হলে তাদের আবাসস্থলে অবমুক্ত করা হবে।