অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রীর মৃত্যু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মে ২০২১ রাত ১০:০৬

remove_red_eye

৫৬৫

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় প্রতিবেশীর বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রী মৃত্যুবরণ করে।মঙ্গলবার দুপুর ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের সিরাজ ডাক্তারের বাড়ির পুকুরে এই দুঘর্টনা ঘটে।

নিহত মাদ্রাসার ছাত্রী হলেন, ফকিরহাট নুরাণী ও হাফেজিয়া মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী লামিয়া বেগম (৭)। তিনি হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা লোকমানের মেয়ে।
নিহত মাদ্রাসা ছাত্রীর বাবা লোকমান জানান, দুপুর ২ টার দিকে প্রতিবেশী সিরাজ ডাক্তারের বাড়িতে গোসল করতে যায়। কিন্তু গোসল শেষে বাড়ি ফিরতে দেরী হওয়ায় খুঁজতে গিয়ে পাওয়া যায়নি। পরে ঘন্টাখানেক পরে পুকুরে পানিতে ভেসে উঠে। পরে হাসপাতালে নিয়ে আসলে ডাঃ মৃত ঘোষনা করে।
এই ব্যাপারে উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাইমুল হাসনাত জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে ওই মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়।