অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে মাছধরা ট্রলারকে জরিমানা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৫শে মে ২০২১ রাত ০৯:৫৭

remove_red_eye

৫৯২

হাসনাইন আহমেদ মুন্না : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করে ফেরার পথে জেলার দৌলতখান উপজেলায় ১ টি ট্রলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে দৌলতখান উপজেলায় উপজেলা মৎস্য অফিসার মাহফুজ হাসনাইন এ অর্থদন্ড প্রদান করেন। এর আগে রাত ২ টার দিকে সমূদ্র থেকে মৎস্য শিকার করে ফেরার পথে দৌলতখান উপজেলার চৌকিঘাট এলাকার মেঘনা নদী থেকে ট্রলারটি জব্দ করা হয়। এসময় ট্রলারে থাকা প্রায় ৮মন বিভিন্ন প্রজাতির সামূদ্রিক মাছ জব্দ করা হয়।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহফুজ হাসনাইন জানান, ট্রলারটি সাগরে মাছ শিকার করে চাঁদপুরের দিকে যাচ্ছিল। খবর পেয়ে মেঘনা নদী থেকে আমরা ফিসিং বোটটি আটক করি। জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়েছে ও ট্রলার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমূদ্রে মাছের প্রজনন, উৎপাদন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য সব ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ করেছে সরকার।