অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় জরুরি সভা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২১ রাত ১১:০৪

remove_red_eye

৫৬১

তজুমদ্দিন প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় “ইয়াস” আগামী ২৬-২৮ তারিখের মধ্য বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়ে জরুরী সভা করছে জেলা -উপজেলা প্রশাসন।
সোমবার ( ২৪ মে )দুপুরে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক জরুরী সভা আয়োজন করেন প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল, ওসি জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার শওকাত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সিপিপি উপজেলা কর্মকর্তা মোঃ মাজহারুল হক, উপজেলা টিম লিডার টুটুল তালুকদার, চাচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সম্পাদক এম,নুরুন্নবী প্রমূখ
এসময় বক্তারা বলেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজন সচেতনতা এবং পূর্ব প্রস্তুতি। আতঙ্কিত না হয়ে ঘূর্ণিঝড়ের আগে-পরে এবং ঘূর্ণিঝড় আঘাত হানার সময় কিছু সতর্কতা মূলক বিষয়ে দায়িত্বশীল কাজ করতে হবে ।