অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বসতঘরে হামলা স্বামী স্ত্রীকে মারধর


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মে ২০২১ রাত ১০:৩৫

remove_red_eye

৫৩৭

 দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে একটি বসতঘরে হামলা চালিয়ে স্বামী-স্ত্রী উভয়কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
তারা স্বামী-স্ত্রী উভয় প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহত জিলনের স্ত্রী রুমা বেগম জানান, ‘তার স্বামী কয়েকদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পরে আছেন। তার বাবাও বিভিন্ন ভাবে সহায়তা করে চিকিৎসা করে আসছেন।
শনিবার জিলনের ভাই মোতালেবরে কাছ থেকে তার বাবা অসুস্থ জিলনের  উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চান। এ নিয়ে তার বাসুর -ননদ- ও দেবরের মধ্যে ভাকবিতÐা হয়। এর জের ধরে ননদ বিনু,বাসুর মহাশিন,মান্নান, দেবর মোতালেব ওই দিন তাদের বসতঘরে হামলা চালিয়ে তাকে ও তার অসুস্থ স্বামীকে মারধর করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এ বিষয় অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।