অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


প্রধানমন্ত্রীর অনুদান পেলো মনপুরায় লঞ্চ দূর্ঘটনায় পা হারানো সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:২১

remove_red_eye

৫১৯

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ঢাকা-মনপুরা রুটে তাসরিফ-২ লঞ্চের চাপায় পা হারানো সেই স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আর্থিক সহযোগিতা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের ৫০ হাজার টাকার অনুদানের চেক স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুলের হাতে তুলে দেন মনপুরা ইউনিয়ের চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর ও ইউপি সচিব মোঃ আলম। লঞ্চের চাপায় পা হারানো বাবুল উপজেলার মনপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক। অনুদানের চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই আসনের সাংসদ সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা ।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারী মনপুরা লঞ্চ ঘাটে তাসরিফ-২ লঞ্চের চাপায় এক পা হারায় স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ বাবুল।