অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে লালমোহন ও দৌলতখানে মানববন্ধন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২১ রাত ১১:১২

remove_red_eye

৪৪৬

দৌলতখান প্রতিনিধি : দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে দৌলতখানে ও লালমোহনে মানবন্ধন ও সমাবেশ করা হয়েছে।
বুধবার (১৯মে) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতখান রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঘন্টাব্যাপী  এ মানববন্ধন সমাবেশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার দৌলতখান প্রতিনিধি মতিউর রহমান,  সাধারণ সম্পাদক কাজি জামাল, সিনিয়র সহ-সভাপিত মীর মোহাম্মদ গিয়াস উদ্দীন। এসময় বক্তারা বলেন ,মিথ্যা মামলায় রোজিনা ইসলামের নিঃশর্ত ভাবে মুক্তির দাবি সহ যারা  এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি’র দাবি জানান। লালমোহন প্রতিনিধি  জানান, অনুসন্ধানী সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলাম এর উপর হামলা, নির্যাতন, মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লালমোহন প্রেসক্লাবের আয়োজনে বুধবার আসরবাদ লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য মিজানুর রহমান লিপু, জাহিদুল ইসলাম দুলাল, শাহীন কুতুব প্রমূখ।
বক্তারা রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের বিচার এবং দ্রæত তাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সাংবাদিক রোজিনা ইসলামকে জেলে রেখে স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলী এটা কোন শাস্তি নয়। দোষীদের গ্রেফতারের দাবী জানান। মানববন্ধনে লালমোহন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।