অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় বিপুল পরিমাণ চোরাই তেল জব্দ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:২৩

remove_red_eye

৫১৪

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় একটি গোডাউন থেকে সাড়ে ৩ হাজার লিটার চোরাই সোয়াবিন তেল জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে ভোলার দৌলতখান উপজেলার পৌর ৩ নং ওয়ার্ডের বেড়ি বাধ এলাকায় আব্দুল হাকিম ও হারুন হাওলাদারের গোডাউন থেকে এ তেল জব্দ করা হয়।
দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি গোডাউন থেকে ১০ টি বড় ব্যারেলের ভর্তি সাড়ে ৩ হাজার লিটার তেল জব্দ করা হয়। এ সময় এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই তেল দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।