অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব লালমোহনের আত্মপ্রকাশ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মে ২০২১ রাত ১০:৫৫

remove_red_eye

৫২৩

লালমোহন প্রতিনিধি  : মেকিকেল পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে ভোলার লালমোহনে আতা¥প্রকাশ করলো “ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব লালমোহন”। মঙ্গলবার হোটেল কাশফুলে দুস্থদের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে এই সংগঠন প্রথম কর্মসূচি শুরু করে। “শুধু চিকিৎসা নয়, একজন ভালো মানুষ হবার আত্মপ্রত্যয়ে আর্তের সেবায় অমরা একাতাবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি একই সাথে এ বছর লালমোহন থেকে ৬জন সরকারি মেডিকেলে ভর্তির সূযোগ পাওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়।
ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব লালমোহন এর উদ্যোক্তা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজজের চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী ইমতিয়াজ আহমেদ অন্তর এর সভাপতিত্বে এবং সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী সরকারি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন লালমোহন বøাড ডোনেট অর্গানাইজেশন এর এডমিন আরিফুর রহমান রাহাত, মেডিকেল শিক্ষীর্থীদের অভিভাবকবৃন্দ প্রমূখ।  উল্লেখ্য এ বছর লালমোহন থেকে ৬জন শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পায়।