অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে নিষেধাজ্ঞা অমান্য করায় চার ট্রলার চালককে অর্থদণ্ড


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মে ২০২১ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

৫১৫

 


 
দৌলতখান প্রতিনিধি :করোনা প্রতিরোধে চলমান লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার দৌলতখানের মেঘনা নদীতে ইঞ্জিনচালিত মাছের ট্রলার দিয়ে যাত্রী পারাপার করার অভিযোগে চার ট্রলার চালককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর থেকে গাদাগাদি করে যাত্রী নিয়ে দৌলতখানেরচৌকিঘাট ও ভবানীপুর লঞ্চঘাটেভিড়ার সাথে সাথে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর কমলনগরের মোস্তফার ছেলে ইসরাফিল, আঃ মালেকের ছেলে ইব্রাহিম, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মৃত বাসুর ছেলে মহিউদ্দিন ও দৌলতখান পৌরসভা ১ নং ওয়ার্ডের মৃত মন্নানের ছেলে আইয়ুব আলী। পরে আটক ব্যক্তিদের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৫০০ টাকা করে চার ট্রলার চালককে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান,সরকার ঘোষিত চলমান লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করার অপরাধে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক চার ট্রলার চালককে অর্থদন্ড দিয়ে ছেড়ে দেন।