অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


অবশেষে চরফ্যাশনের ঘাটে ষ্টিমার পন্টুন স্থাপন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:০৩

remove_red_eye

৯১৬

আমিনুল ইসলাম,চরফ্যাশন : ভোলার চরফ্যাশন বেতুয়া ষ্টিমারঘাটে আধুনিক মানের পন্টুন স্থাপিত হয়েছে। ঈদুল আযহার পূর্বে তীব্র জোয়ার ও ঘূর্নিঝরের কবলে পরে বেতুয়া ষ্টীমারঘাটের পন্টুনটি ভেঙ্গে জনদূর্ভোগের সৃষ্টি হয়। ঢাকা-চরফ্যাশন গামী লঞ্চযাত্রীদের দূর্ভোগের সৃষ্টি হলে বিআইডবিøউটিএ’কে কয়েক দফা অবহিত করলেও তারা পন্টুনটি মেরামত করেনি। ফলে লঞ্চ নোঙরসহ যাত্রীদের লঞ্চে ওঠানামায় ও ব্যবসায়ীদের মালামাল নিয়ে চরম দূর্ভোগ পোহাতে হয়। জনদূর্ভোগ নিয়ে দৈনিক বাংলার কন্ঠ পত্রিকায় খবর প্রকাশের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির প্রচেষ্টায় নৌ-পরিবহন মন্ত্রণালয়কে অবহিত করার পর বিআইডবিøওটিএ কর্তৃপক্ষ ২শ’ ৪০ ফুট দৈর্ঘ্যরে আধুনিকমানের একটি বার্জ পন্টুন বরাদ্দের পর বেতুয়া ঘাটে পন্টুনটি আসার পর কর্তৃপক্ষ এই পন্টুনটি বসানোর কাজ সম্পন্ন করেছেন। গত ১১ সেপ্টেম্বর বেতুয়া ঘাটে আধুনিক মানের এই পন্টুনটি আসার পর বিআইডবিøউটিএ শ্রমিকদের প্রচেষ্টায় গতকাল মঙ্গলবার পন্টুন বসানোর কাজ সমাপ্ত হয়।
ভোলা জেলা পোর্ট অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, ৬টি স্পার্ড ও ২টি যেটির মাধ্যমে নতুন করে উন্নতমানের এ নৌ-টার্মিনালটি পুনঃস্থাপন করা হবে যা অনেক টেকসই ও একটি ব্যয়বহুল পন্টুন। ঘূর্ণিঝড় ও তীব্র জোয়ার মোকাবেলায় সক্ষম এই বার্জ পন্টুন। এছাড়াও বিআইডবিøউটিএ’র বরিশাল বিভাগীয় যুগ্ন পরিচালক রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই বার্জ পন্টুনটি বিশ্বমানের। স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় এ ধরনের পন্টুন বেতুয়া ষ্টীমারঘাটে এই প্রথম বসানো হয়েছে।