অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে গৃহবধুকে হত্যার অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মে ২০২১ রাত ১১:১৫

remove_red_eye

৫৬৯

লালমোহন প্রতিনিধি \ লালমোহনে ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০ টায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী হাসনা হেনাকে হাসপাতালে ভর্তির পর রাত পোনে ১২ টায় তিনি মারা যান। হাসনা হেনার মৃত্যুতে তার ভাই মাসুম হাসনা হেনার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন। হাসনা হেনার মৃত্যুর পর স্বামী মিজানুর রহমান লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়। অভিযোগের কারণে পুলিশ প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা নিয়ে শনিবার সকালে লাশ পোস্টমর্টেমের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে।  
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, গৃহবধু হাসনা হেনাকে হাসপাতালে ডায়রিয়া ও বমি হওয়ার কারণে ভর্তি করা হয় বলে ডাক্তার জানিয়েছেন। কিন্তু রাতে তার মৃত্যু হলে হাসনা হেনার ভাই মাসুম হত্যার অভিযোগ করলে পোস্টমর্টেমের জন্য ভোলা পাঠিয়েছি। তার বাবার বাড়ি পাশর্^বর্তী বোরহানউদ্দিন উপজেলার সাঁচঢ়া ৬নং ওয়ার্ড। পোস্টমর্টেম রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।