অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার বাপ্তায় স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:০৭

remove_red_eye

৮০৮

 

আকতারুল ইসলাম আকাশ : ভোলার উত্তর চরপোটকা প্রাথমিক সরকারি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। এলজি এসপি-৩ প্রকল্পের আওতায় বাপ্তা ইউনিয়ন পরিষদের আয়োজনে ওই স্কুলের ১৫৭ জন শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে ভোলা সদও উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদেও মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরন করেন। এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি ও বাপ্তা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়ালীউল্লাহ্ ইসলাম, সহকারী শিক্ষক মোঃ মোশারেফ হোসেন, মোঃ কামরুল ইসলাম, রাজিয়া সুলতানা, নাজমা বেগম সহ অন্যন্যা শিক্ষক ও অভিবাবকবৃন্দ।

এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষারমান উন্নয়নে নিয়মিত শিক্ষার্থীদেরকে স্কুলে আসতে হবে এবং পাঠদানের প্রতি গুরুত্ব দিতে হবে। অভিবাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরা স্কুলে নিয়মিত আসে কিনা, প্রতিদিনের পাঠদানে তারা কি শিখতে পেরেছে? নিয়মিত শিক্ষকরা স্কুলে আসে কিনা এর প্রতি সুনজর রাখতে অভিবাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। এসময় স্কুলের বাউন্ডারি, খেলার মাঠ শিক্ষার্থীদের ড্রেস সহ স্কুলের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।