অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর মনপুরায় সেই স্কুলের মাঠ ভরাটের কাজ শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:১১

remove_red_eye

৪৯৫

মনপুরা প্রতিনিধি : ভোলা থেকে প্রকাশিত দৈনিক বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর সেই স্কুলের মাঠ ভরাটের কাজ শুরু করেছেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপকের নের্তৃত্বে মাঠ ভরাটের কাজের উদ্বোধন করেন। এদিকে মাঠ ভরাটের কাজ শুরু হওয়ায় দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়।

ওই স্কুলের ৩য় শ্রেণীর তানবির, রাহিম , ৪র্থ শ্রেণীর রাহাত ও পঞ্চম শ্রেণীর তানিয়া, রহমান, সাদিয়া সহ অনেকে জানান, এখন আর জুতা হাতে নিয়ে স্কুলে আসতে হবেনা। সাপ ও জোঁকে ভয় নাই। মাঠে খেলতে পারবো। ভিজা কাপড় নিয়ে ক্লাস করতে হবে না। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিবেদক আবদুল্লাহ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চপলা রাণী দাস জানান, আমি কৃতজ্ঞ প্রতিবেদকের কাছে। সংবাদটি প্রকাশ করায় স্কুল মাঠের ভরাটের উদ্যোগ নিল প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, জেলা প্রশাসকের কাছ থেকে বরাদ্ধ পেয়ে দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ শুরু করা হয়েছে।