অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার রাজাপুরে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:২২

remove_red_eye

৭০১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ড থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম মোঃ মিরাজ হোসেন (৩০), পিতা মোঃ হারুন মাঝি। সে রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের মাঝি বাড়ির মোঃ হারুন মাঝির ছেলে বলে নিশ্চিত করেন পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন কুমার শীল জানান, নিহত মিরাজ হোসেনের মিরগী ( ছায়া ব্যারাম) রোগ ছিলো। সোমবার দুপুর ১২টার দিকে গৃহপালিত পশুর জন্য বাড়ির পাশের খালি জমিতে ঘাস কাটতে যায় সে। হঠাৎ তার মিরগী রোগ উঠলে সে দাপিয়ে পড়ে পাশে থাকা ডোবায়। ডোবার পানিতে পড়ে সে মৃত্যুবরণ করেন। তাকে খোঁজতে তার বাবা ও খালু জমিতে যায়। গিয়ে দেখে সে ডোবার পানিতে ভাসতেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন কুমার শীল বলেন, নিহতের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।