অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে কিশোরীর আত্মহত্যা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২১ রাত ১২:০০

remove_red_eye

৫৮৫




দৌলতখানপ্রতিনিধি : ভোলার দৌলতখানে শনিবার এক কিশোরী গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মালা বেগম (১৬) নামে ওই কিশোরী উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের ৩ নং ওয়ার্ডের মক্ষি বেপারী বাড়ির কাভার্ড ভ্যান চালক মাইনুদ্দিনের মেয়ে। পুলিশ শনিবাররাতেই ঘটনাস্থল থেকে কিশোরীর লাশ উদ্ধার করে রোববার সকালে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রোববার সকালে কন্যা শোকে বিলাপ করতে করতে কিশোরীরমারিনা বেগম বলেন, আমরা স্ব পরিারে দীঘ দিন যাবত ঢাকার শামপুর পাগলা এলাকায় বসবাস করে আসছি। স্বামীমাইনুদ্দিনঢাকাতেইকাভার্ড ভ্যানচালান। ৪ এপ্রিল ৩ মেয়েসহ বাপের বাড়ি মাতাব্বর বাড়ি বেড়াতে আসি। লগডাউনে রকারণে ঢাকায় যেতে পারিনি। আমার মেয়েরবুকে ব্যথাসহ মানসিক একটু সমস্যা ছিল। মাঝে মাঝে এ সমস্যাটি দেখা যেত। শনিবার সন্ধায় সবাই ইফতারির প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ দেখি মেয়ে ঘরে নেই। বাড়ির সব ঘরে খুঁজেও পেলাম না। সন্ধার পর আশপাশে খুঁজতে গিয়ে বাড়ির সামনের পুকুরের উত্তরপাড়ে পুকুরের দিকে হেলেপড়া একটি সুপাড়ি গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্থানীয়রা কিশোরীর আত্মহণনের কোন কারণ জানেন না বলে জানান।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এসআই মাহমুদুল হাসান বলেন, লাশের সুরতহালে প্রাথমিক ভাবে মনে হচ্ছে আত্মহত্যা। তবে ময়না তদন্ত রিপোর্ট এলে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, লাশময়না তদন্তের জন্য ভোলা সদরে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।