অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে ষ্ট্রাইক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:৫৯

remove_red_eye

৮২৪

 

তজুমদ্দিন প্রতিনিধি : ইউথ পাওয়ার ইন বাংলাদেশের আয়োজনে ইউনিসেফ এর সহযোগীতায় বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে ভোলার তজুমদ্দিনে ষ্ট্রাইক পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় তজুমদ্দিন সরকারী কলেজের সামনের রাস্তা বন্ধ করে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার দাবীতে ইউথ্ পাওয়ার ইন বাংলাদেশ টিমের সদস্যরা ঘন্টাব্যাপী “উইথ ষ্ট্রাইক ফর ক্লাইমেট জাষ্টিস” কর্মসূচি পালন করেন। পরে কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করেন ষ্ট্রাইক কর্মসূচিতে অংশ নেয় তজুমদ্দিন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, সহ:অধ্যাপক মোঃ শাহ্ জাহান, শিক্ষক মোঃ শাহ জালাল বিল্লাহ, নূরনবী মাহমুদ, প্রতাপ চন্দ্র দাস, মিলি বসাক, এম এ ফারুক, কমলাশীষ দাস, টিউলি বসাক, মোঃ আহসান উদ্দিন, মোঃ আমিরুল ইসলাম, জহিরুন্নবী তাপস, মোঃ শাখাওয়াত হোসেন, আব্দুল মোতালেব, লুৎফুন্নাহার মুন্নি, তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, উইথ পাওয়ার বাংলাদেশের ভোলা জেলা সহ-সমন্বয়ক মোঃ সাদ্দাম হোসেন, সাংবাদিক রুবেল চক্রবর্তী, তজুমদ্দিনের টিম লিডার মুক্তা চক্রবর্তী, মোঃ রাহাদ, সহকারী টিম লিডার সাথী দেবনাথ প্রমুখ।