অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে মাদক ও বাল্য বিবাহ বিরোধী বির্তক প্রতিযোগীতা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:০৪

remove_red_eye

৬৯৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মাদক ও বাল্য বিবাহ বিরোধী বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগীতা হয়। এতে উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করেন। কোস্ট ট্রাস্টের আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এ প্রতিযোগীতা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, কোস্ট ট্রাস্টের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির ব্যবস্থাপক মো. সাইদুর রহমান, কৈশর কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোসা. রাবেয়া বিনতে খায়ের প্রমুখ।