অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনের পরি বাড়ি গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৫৭

remove_red_eye

৬৫৫

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনের উপজেলার সাচড়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডের পড়ীবাড়ী গ্রামের ৪ কি:মি: এলাকায় প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ২৫৬ জন গ্রাহককে পল্লী বিদ্যুৎতের আওতায় আনা হয়েছে।‘‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’’ এ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডে পড়ীবাড়ী গ্রামের বিদ্যুৎতের শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আলী আজম মুকুল বলেন, জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে দেয়া সকল ওয়াদা একে একে পূর্ণ করে যাচ্ছেন। এ পর্যন্ত তার দেয়া একটি ওয়াদাও ভঙ্গ হয়নি। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে। পল্লী বিদ্যুৎ এর লোকজন কে নির্দেশ দেয়া রয়েছে সকলকে বিদ্যুৎ এর আওতায় আনতে হবে। বিদ্যুৎ এ জন্য মানুষকে আগের মত আর কষ্ট পেতে হয় না। আবেদন করলেই অল্প দিনের মধ্যেই তাদের ঘরে বিদ্যুৎ সংযোগ চলে আসে। তিনি আরোও বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে। মানুষ কিভাবে ভালো থাকবে এটা নিয়ে সব সময় চিন্তা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা শেখ হাসিনা। তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারেনা। তাই তিনি মানুষের সেবায় নিয়োজিত থাকেন।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ এর ডিজিএম নাজমুল হাসান, জুনিয়র ইঞ্জিনিয়ার মাসুদুজ্জামান, সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ্ মৃধা সহ সাচড়া ইউপি সদস্য বৃন্দ, আ’লীগের নেতৃবৃন্দ সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।