অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:১৩

remove_red_eye

৬০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অব্যাহত মাদক বিরোধি অভিযানে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ২ দফায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা গোয়েন্দা বিভাগের অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের তত্ত¡াবধানে এসআই শংকর কুমারের নেতৃত্বে একদল পুলিশ ভোলা সদর চরসামাইয়া ইউনিয়নের খেয়াঘাট ব্রীজ এলাকা থেকে মোঃ সুজন ও মোঃ মহিম নামে দুই মাদক ব্যবসায়ীকে ৬ পিস ইয়াবা সহ আটক করেছে। তারা হলেন, সুজন চরনোয়াবাদ ৯নং ওয়ার্ডের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ও মহিম একই এলাকার মৃত ইসমাইলের ছেলে। অন্যদিকে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ভোলা পৌরসভার ভদ্রপাড়া এলাকা থেকে মমিন নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ পিস ইয়াবাসহ আটক করেছে। এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ভোলা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।