অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৯ সকাল ১১:১০

remove_red_eye

৭২৬

ইসতিয়াক আহমেদ : “ভবিষ্যতের উন্নয়নে,কাজের সুযোগ পর্যটনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মুজাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যালীটি সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদসহ প্রমুখ।র‌্যালী শেষে জেলা প্রসাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।