অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২১ রাত ১১:১৪

remove_red_eye

৬০৩


লালমোহ প্রতিনিধি : ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. সুমন (২৬) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ১১ নং ওয়ার্ডের ছলির বাপেগো বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই বাড়ির আমির হোসেন মিয়ার ছেলে। সে গত এক সপ্তাহ আগে ওমান থেকে ছুটিতে দেশে ফিরেছেন।
পরিবারের লোকজন জানান, ঘরের ব্যবহারিত বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দিলে তা মেরামত করতে যান সুমন। এসময় অসর্তকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।