অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২১ রাত ১০:৩০

remove_red_eye

৫৪৭


লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. নোমান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কুলচরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নোমান ওই এলাকার মো. সিরাজের ছেলে।

লালমোহন থানার এসআই জাকির হোসেন জানান, নোমান সকালে তাদের ঘরের কাজ করছিলো। এ সময় লোহার একটি দরজা সরাতে গেলে সেটি বিদ্যুতায়িত হয়ে নোমান আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ নেই। তবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।