অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৪ মামলায় ১৫ জনকে জরিমানা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২১ রাত ১০:৪৮

remove_red_eye

৬০৯



তজুমদ্দিন প্রতিনিধি :  তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল¯œব কুমার হাজরা তজুমদ্দিনের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরÍগণ ও বিক্রির দায়ে এবং বিভিন্ন দোকানী, যাত্রী ও পথচারীদের মাস্ক পরিধান না করায় অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার সকালে অভিযানকালে তিনি বিভিন্ন আইনের আওতায় ১৪ টি মামলায় ১৫ জনকে ১১হাজার ৯ শত টাকা জরিমানা করেন।
এ তিনি সময় করোনা সম্পর্কে সবাইকে সচেতন মূলক প্রচারনা এবং মাস্ক বিতরণ করেন। এছাড়াও আসন্ন রমজানে বাজার অস্থিতিশীল না করা এবং ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন। পরে তিনি মানবিক সহায়তা কার্যক্রম এর আওতায় ১০ টাকা মূল্যের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শ করেন।